চুয়াডাঙ্গা সংবাদদাতা : বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তক্ষক (ঞড়শধু এবপশড়) পাচারের অভিযোগে চুয়াডাঙ্গা থেকে আব্দুল আজিজ (৬৭) নামের এক ব্যক্তিকে তক্ষকসহ আটক করেছে র‌্যাব-১২, সিপিসি-৩ (মেহেরপুর)। উদ্ধারকরা তক্ষকগুলোর আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা।

বুধবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে র‌্যাব তাকে আটক করে।

এ বিষয়ে র‌্যাব-১২ মেহেরপুর ক্যাম্প কমান্ডার লে.ওয়াহিদুজ্জামান (এস) বিএন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। আব্দুল আজিজকে আটকের সময় তার হেফাজত থেকে ৩টি তক্ষক উদ্ধার করা হয়েছে। আটক আব্দুল আজিজ দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী কেনাবেচার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।