কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা : বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় কুষ্টিয়া শহর জামায়াতে ইসলামীর আয়োজনে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত সম্পন্ন হয়েছে।

গত ১ ডিসেম্বর দুপুর ২টার দিকে কুষ্টিয়া শহরতলীর হাজী শরীয়তুল্লাহ এতিমখানার আব্দুল ওয়াহিদ (হাফি:) মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাসেম। তিনি বলেন, বেগম খালেদা জিয়া বহু বছর ধরে দেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে জড়িত। তাঁর সুস্থতা দেশের রাজনৈতিক অঙ্গনে ভারসাম্য ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক হবে। এ সময় তিনি জাতীয় ঐক্য, সহনশীলতা ও শান্তিময় সমাজ প্রতিষ্ঠায় সকল রাজনৈতিক শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া–৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মুফতি মাওলানা আমির হামজা।

তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি, তার স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ছেলে আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনা, আরেক ছেলে তারেক রহমানের দেশে ফেরা নিশ্চিতসহ দেশ ও জাতির শান্তি, রাজনৈতিক সম্প্রীতি এবং সারা বিশ্বের মুসলমানদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

এসময় কেন্দ্রীয় জামায়াতের সূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, কুষ্টিয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি খাইরুল ইসলাম রবিন, শহর জামায়াতের নায়েবে আমির আজমল হকসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ ও হাজী শরিয়ত উল্লাহ এতিমখানার এতিম শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।