যশোরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক ইউনিয়ন যশোরের উদ্যোগে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রেসক্লাব যশোরের মিলনায়তনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হোসেন টুকুন, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সেক্রেটারি তানভিরুল ইসলাম সোহান, মনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, রবিউল ইসলাম, যশোর আইনজীবী সমিতির সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল গফুর, লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল ইসলাম নান্টু, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুবুল আলম লাভলু, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার নুর ইসলামসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. শরিফুল ইসলাম খান, ডা. আব্দুল্লাহ আল মামুন, ড্যাবের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. রবিউল ইসলাম, ডা. শরীফ আহমেদ ও ডা. আহসান কবির বাপ্পি প্রমুখ।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি, চ্যানেল আই যশোর জেলা প্রতিনিধি ও দৈনিক কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার আকরামুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা ওবায়দুল্লাহ শাকিল।
আলোচনায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে একজন আপসহীন নেত্রী। তাঁর দ্রুত সুস্থতা শুধু বিএনপির নেতাকর্মীদের জন্য নয়, দেশবাসীর জন্যও গুরুত্বপূর্ণ। বক্তারা মহান আল্লাহর দরবারে তাঁর আশু রোগমুক্তি কামনা করেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।