রাজশাহীর তানোরে কাল বৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আকাশ কালো মেঘে ঢাকা পড়ে, এরপর শুরু হয় ঝড়ো হাওয়া। কিছুক্ষণের মধ্যেই রিমঝিম বৃষ্টি সেই সাথে শিলা পড়তে শুরু করে। এক পর্যায়ে বৃষ্টি কম হলেও প্রচুর পরিমাণে শিলা পডে ধান গাছ জমিতে হেলে পড়েছে। এতে কৃষকরা চরম দুশ্চিন্তায় পড়েছেন।

স্থানীয় কৃষকরা জানিয়েছেন, ঝড়ের সময় যেসব জমিতে পাকা ধান ছিল তা মাটিতে পড়ে গেছে এবং জমিতে পানি জমে গেছে। অনেক জায়গায় কাটা ধানও মাঠের জমিতে শুকানোর জন্য রাখা ছিলো যা বৃষ্টিতে ভিজে গেছে, যা শুকাতে না পারলে ধান নষ্ট হয়ে যাবে। বর্তমান যে সময় চলছে এই সময়ে কৃষকের বোরো ধান কাটার ভরা মৌসুম। আর এই ভরা মৌসুমে হঠাৎ শিলাবৃষ্টির কারণে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।