সিলেটের নবাগত জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম আসার পর প্রতিটি সেক্টরে সংস্কার হচ্ছে। তারই ধারাবাহিকতায় গতকাল শনিবার সিলেটের ঐতিহ্যবাহী কিনব্রিজ থেকে হকার মুক্ত করে মানুষ চলাচলের জন্য উন্মুক্ত করলেন। যদিও ভাসমান হকাররা এই ব্রিজে বসে ব্যবসা করত, তার পাশাপাশি জনগনও পায়ে হেটে চলাচল করত। এখন থেকে জনসাধারণের পাশাপাশি শুধু মোটরসাইকেল চলাচল করতে পারবে এই ব্রিজ দিয়ে।

সিলেটের ঐতিহ্যের প্রতিক এই কিনব্রিজ। ঝুঁকিপূর্ণ বিবেচনায় এই ব্রিজ দিয়ে যানবাহন পারাপার বন্ধ অনেক দিন ধরে। চলছে কেবল মোটরসাইকেল। আর এর সুযোগ নিয়েছেন নগরীর ক্ষুদ্র ও ভাসমান ব্যবসায়ীরা। কিনব্রিজ দখল করে তারা চালিয়ে যাচ্ছিলেন বাণিজ্য। তবে এবার তাদের কপাল পুড়েছে। ব্রিজটি থেকে তাদের উচ্ছেদ করা হয়েছে।

সিলেটের নবাগত জেলা প্রশাসকের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালানো হয় কিনব্রিজের উপর। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা-ই রাফিসন সরকার ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের নেতৃত্বে অভিযান চলে। এসময় কিনব্রিজের ব্যবসায়ীরা দ্রুত তাদের মালামাল নিয়ে কেটে পড়েন।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার জানান, হকারদের জন্য লালদিঘীরপাড় হকার্স মার্কেট প্রস্তুত আছে। যা ঘাটতি আছে আমরা তাও ঠিকঠাক করে দিচ্ছি। তাদের সেখানে বসতে হবে।