চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মনোনীত এমপি প্রার্থী মোঃ নুরুল ইসলাম বুলবুল বলেছেন, মাথার ঘাম পায়ে ফেলে জীবন-জীবিকা নির্বাহ করে একমাত্র শ্রমিক জনগোষ্ঠী। ইসলামের দৃষ্টিতে শ্রমিকরা মর্যাদাপূর্ণ। শ্রমিকদের অধিকার রক্ষায় ইসলামী শ্রমনীতির বিকল্প নেই। আল্লাহর রাসুল (সাঃ) তাদের ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। রাসুল (সাঃ) বিশ^ মানবতার মূক্তির দূত। রাসুলে করিম (সাঃ) এর আদর্শ অনুযায়ী যদি ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে সেই সমাজ, রাষ্ট্র ও পরিবারে শান্তি প্রতিষ্ঠিত হবে এবং ব্যক্তিগতভাবে প্রত্যেকটি মানুষ তার অধিকার ফিরে পাবে।

গতকাল শনিবার দুুপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে রিক্সা ও ভ্যান শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আপনারা শহর-গ্রামের সেতুবন্ধন। দিবারাত্রী পরিশ্রম করে দিনানিপাত করছেন। আপনারা আর্থিক দিক থেকে কঠিন অনিশ্চিত ভবিষ্যতের দিকে। জ¦ালানির মূল্য বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিকভাবে আয় বাড়ছে না। আর ব্যাটারি নষ্ট হলে পরিবর্তন করাতে নাভিশ^াস উঠে যায়। ফলে সুদভিত্তিক ঋণ নিয়ে আয় করতে গিয়ে আয়টা হারাম হয়ে যায়। আর কিস্তি দিতে দিতে ক্ষতির মুখে পড়ে যান। মোঃ নুরুল ইসলাম বুলবুল বলেন, রাস্তার অবস্থা খারাপ হলে যান নষ্ট হয় এবং আপনাদের যান রাখার স্ট্যান্ড নাই। শ্রমিক নেতারা সুযোগ-সুবিধা নিয়ে ব্যস্ত থাকেন, তারা আপনাদের দিকে দৃষ্টি রাখেন না। একটা অস্থির পরিস্থিতির মধ্যদিয়ে আপনাদের জীবন অতিবাহিত করতে হয়। কিছু মানুষ আপনাদের প্রতি অহেতুক খারাপ আচরণ করেন। তিনি আরো বলেন, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য নতুন বাংলাদেশ তৈরী হয়েছে। তাই দলমত নির্বিশেষে দাঁড়িপাল্লা প্রতীককে জয়যুক্ত করে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হই। আগামী দিনে জাতীয় নির্বাচনের মাধ্যমে পরিবর্তন নিশ্চিত করার ক্ষেত্রে এখন থেকে কাজ করতে হবে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার সভাপতি মোঃ এনায়েতুল্লাহ’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী জোন সহকারী পরিচালক অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক এমপি অধ্যাপক মোহাঃ লতিফুর রহমান, জেলা জামায়াতের নায়েবে আমীর ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোঃ মোখলেশুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যাপক মোঃ আবু বকর, চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর আমীর হাফেজ গোলাম রাব্বানী, শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জোন প্রধান মাওলানা আব্দুস সবুর, সংগঠনটির জেলা সম্পাদক মোজাম্মেল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অপরদিকে, সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট শাখার আয়োজনে পলিটেকনিক ইনস্টিটিউটের ভর্তি শিক্ষার্থীদের নিয়ে প্রাণবন্ত নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মাদ ইব্রাহিম। অনুষ্ঠান শেষে আগত ছাত্র-ছাত্রীদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।