হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার জিনারী ইউনিয়নের হলিমা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদ উপহার হিসেবে এসব খাদ্যসামগ্রী বিতরণ করে আল ইসলাহ সমাজ কল্যাণ ফাউন্ডেশন। আমিনুল ইসলাম খোকার পরিচালনায় খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আল ইসলাহ এর প্রধান উপদেষ্টা শফিউর রহমান কাঞ্চন, উপদেষ্টা ও মহেষকুড়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো. মনজুরুল হক বিএসসি, আল ইসলাহ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উপ- পরিচালাক মোহাম্মদ শাহীন, সাধারণ সম্পাদক রাজিব হাসান, সহ সভাপতি হাফেজ ফয়সাল আহমেদ কানন, সহ সভাপতি আনিছুর রহমান রিপন, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম তুহিন, সহ কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম সোহেল, সম্মানিত সদস্য খাইরুল ইসলাম ও শাহীন মিয়া প্রমুখ।