মোংলার পশুর নদীতে পড়ে নিখোঁজ হওয়ার ৩৬ ঘণ্টা পর নৌযান শ্রমিক মো. রাব্বির মরদেহ উদ্ধার করেছে নৌবাহিনীর বিশেষ ডুবুরি দল।
শনিবার ভোরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় দীর্ঘ সময় ধরে উদ্ধার অভিযান চালানো হলেও মরদেহ পাওয়া যায় রবিবার রাত সাড়ে সাতটার দিকে।
নৌবাহিনীর সূত্রে জানা গেছে, সিপিও জাহিদুর রহমানের নেতৃত্বে সাত সদস্যের একটি ডুবুরি দল নিবিড় অনুসন্ধান চালিয়ে মোংলা পশুর নদীর কাইনমারি নালা এলাকা থেকে রাব্বির মরদেহ উদ্ধার করে। এ সময় নদীর দু’পাড়ে স্থানীয় মানুষ মরদেহ উদ্ধারের ঘটনা প্রত্যক্ষ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (২৩ আগস্ট) ভোরে মোংলা বন্দরের জেটি সংলগ্ন এলাকায় নোঙরে থাকা এমভি শোভা নামের নৌযানে দায়িত্ব পালনরত অবস্থায় চা পান করছিলেন শ্রমিক রাব্বি। হঠাৎ অসাবধানতাবশত পা পিছলে তিনি নদীতে পড়ে যান এবং তলিয়ে যান পানির স্রোতে। তার সহকর্মীরা তৎক্ষণাৎ উদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে যোগ দেয় নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে নদীর প্রবল স্রোত ও গভীরতার কারণে তখন তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
দীর্ঘ অনুসন্ধান এবং একাধিক চেষ্টার পর অবশেষে রবিবার (২৪ আগস্ট) রাত সাড়ে সাতটার দিকে মরদেহটি উদ্ধার করতে সক্ষম হয় নৌবাহিনীর ডুবুরি দল। পরবর্তীতে মরদেহটি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মৃত শ্রমিক মো. রাব্বির বাড়ি বরিশালে। তিনি প্রায় এক বছর আগে এমভি শোভা নামক জাহাজে লস্কর পদে যোগ দেন। তার মৃত্যুতে স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয়রা জানিয়েছেন, এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে নৌযান কর্তৃপক্ষের আরও সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। পাশাপাশি শ্রমিকদের জন্য সুরক্ষা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা।