“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ গড়ি” শ্লোগানকে সামনে রেখে ১৮ আগষ্ট সোমবার রংপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর রংপুরের আয়োজনে ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত সপ্তাহ ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী করা হয়। এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

জেলা মৎস্য কর্মকর্তা হারুন-অর-রশিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সাল। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবু সাইম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আবু সাইদ।