আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা : বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে গৈলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম তালুকদার টিটুকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) মধ্য রাতের তাকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, দেশব্যাপী অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’-এর অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।