নীলফামারী সংবাদদাতা : নীলফামারীর ডিমলা উপজেলায় একই দিনে দুজন আত্মহত্যা করেছে। এদের মধ্যে একজন মা সন্তান শোকে মানসিক যন্ত্রণা সইতে না পেরে গলায় ওড়না পেচিয়ে ও অপর এক যুবক মায়ের সাথে অভিমান করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
এলাকাবাসী জানায়, সোমবার রাতে ডিমলা উপজেলার খগা খড়িবাড়ী ইউনিয়নের দোহলপাড়া কামারপাড়া গ্রামের বাচ্চা মিয়ার ছেলে নূর নবী (১৭) বাড়ি ফিরলে যুবকটির মা গালমন্দ করে। এতে অভিমান করে বাড়ির পাশে অবস্থিত আমগাছের ডালে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে নুর নবী।
অপরদিকে আজ মঙ্গলবার একই উপজেলার নাউতারা ইউনিয়নের শালহাটি খানাবাড়ি গ্রামের শিলা রাণী বৃষ্টি (২০) নামের এক নারী ঘরের তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। সে ওই গ্রামের প্রশান্ত কুমারের স্ত্রী ও সুশীল চন্দ্র রায়ের মেয়ে। জানা যায়, ৯ মাসের সন্তান মারা যাওয়ায় বৃষ্টি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এক পর্যায়ে মঙ্গলবার দুপুরে নিজ ঘরে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে বৃষ্টি।
এ ব্যাপারে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলে এলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ দুটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় পৃথক দুটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৩১ ও ৩২। তারিখ-১৭/০৬/২০২৫ ইং।