নরসিংদী সংবাদদাতা : বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেন, বেগম খালেদা জিয়ার আকাশচুম্বী জনপ্রিয়তা দেখে তার প্রতি ঈর্ষান্বিত হয়ে তারেক রহমানকে মামলা দিয়ে বিদেশে পাঠিয়ে, দেশে আসা বন্ধ করে দেওয়া এবং বেগম খালেদা জিয়াকে জেলে ঢুকিয়ে হত্যার পরিকল্পনা করে স্বৈরাচারী শেখ হাসিনা। তিনি মনে করেছিল খালেদা জিয়া কে হত্যা করতে পারলে বাংলাদেশে তার আর কোন প্রতিপক্ষ নাই, প্রতিদ্বন্দ্বী নেই , কেয়ামত পর্যন্ত সে ক্ষমতায় থাকতে পারবে। আমরা দেখেছি কিভাবে মিথ্যা মামলা দিয়ে বেগম খালেদা জিয়াকে জেলে ঢুকিয়েছেন। তিনি সুস্থ অবস্থায় হেঁটে কারাগারে ঢুকেছেন এবং হুইলচেয়ারে করে বেরোতে হয়েছে। তাকে জরাজীর্ণ একটি পরিত্যক্ত ভবনে রেখেছেন, যেখানে পোকা মাকর থাকে, যেখানে সুস্থ মানুষ থাকার কথা না, প্লাস্টার খসে পড়ছে, সেই জায়গায় তাকে রাখা হয়েছে। স্লো-পয়জনিং করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তাই আমরা বলতে চাই বেগম খালেদা জিয়া মৃত্যুর পেছনে সরাসরি শেখ হাসিনা দায়ি। তিনি গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর আয়োজিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।