দেশের গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব পাচ্ছে চিটাগাং ড্রাই ডক লিমিটেড। আগামী ৬ জুলাইয়ের মধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও ড্রাই ডকের মধ্যে চুক্তি স্বাক্ষর হবে বলে জানানো হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক একথা নিশ্চিত করে বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ‘ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথডে’ (ডিপিএম) ড্রাই ডককে এনসিটি পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে দ্রুতই চুক্তি হবে এবং ৭ জুলাই থেকে চিটাগাং ড্রাই ডক আনুষ্ঠানিকভাবে টার্মিনালটির কার্যক্রম শুরু করবে।

তিনি আরও জানান, বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ড্রাই ডক কর্তৃপক্ষ ইতোমধ্যেই দায়িত্ব গ্রহণ প্রক্রিয়া শুরু করেছে। প্রয়োজন অনুযায়ী জনবল নিয়োগের বিষয়টিও তাদের এখতিয়ারভুক্ত থাকবে।

উল্লেখ্য, গত ১৭ বছর ধরে এই টার্মিনালটি পরিচালনা করে আসছে দেশীয় বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেড। তাদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ৬ জুলাই। এনসিটিতে মোট পাঁচটি জেটি রয়েছে, যার চারটিতে সমুদ্রগামী জাহাজ এবং একটিতে অভ্যন্তরীণ নৌযান নোঙর করতে পারে। এটি দেশের সবচেয়ে বড় কনটেইনার টার্মিনাল হিসেবে পরিচিত। এখানে পণ্যবাহী জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানো, স্থানান্তরসহ বিভিন্ন অপারেশন পরিচালিত হয়ে থাকে।