হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানসহ ৪ জনের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় নুর মিয়া (নুরা) নামের আরও এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে সদর থানার অফিসার্স ইনচার্জ ওসি একেএম শাহাবুদ্দিন শাহীনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। নুর মিয়া শহরের সিনেমা হল এলাকার বাসিন্দা ও মামলার এজাহারভুক্ত ৮ নম্বর আসামি। এর আগে সমন্বয়কারীদের উপর হামলার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ এর বহিস্কৃত সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক সাকিবকে প্রধান আসামী করে ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১৫/২০ জনকে আসামী করে গত ১১মে রবিবার হবিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়।

মামলার সূত্রের জানা যায়, গত ৯মে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে হবিগঞ্জ শহরে প্রতিবাদ সভা-বিক্ষোভ মিছিলে শেষে যাওয়ার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহদী হাসানসহ ৪ জনের উপর সাকিবের নেতৃত্বে আসামীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা করে। এ সময় মাহাদীসহ অন্যান্যদের পিটিয়ে মারাত্মক জখম করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। এরপর তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন।