এবার হঠাৎ করেই বেশ গরম হাওয়া বইতে শুরু করেছে রাজশাহী অঞ্চলে। শুক্রবার সকাল থেকে রাজশাহীতে এই গরম হাওয়া আর তীব্র সূর্য দহনে তাপমাত্রার পারদও উঠেছে সবোর্চ্চ। এদিন রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বনি¤œ তাপমাত্রা ছিলো ২১ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

এটি রাজশাহীতে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। এর আগে গত শনিবার বেলা তিনটার দিকে রাজশাহীতে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এমন তাপমাত্রা এখন অব্যাহত থাকার পাশাপাশি আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্র জানায়, রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শুক্রবার। এখন যে তাপমাত্রা তা মাঝারি। ৪০ ডিগ্রি হলে তীব্র তাপমাত্রা ধরা হয়। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আগের বৃহস্পতিবার সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এরপর গত শুক্রবার তা কমে দাঁড়ায় ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। এরপর এক সপ্তাহ পরে আবার তাপমাত্রার পারদ উঠে গেলে প্রায় চল্লিশের কাছাকাছি। চলমান আবহাওয়ায় রাজশাহীর কৃষিতে বিশেষ করে আম ও লিচুর গুটিকালে ক্ষতির মুখে পড়তে পারে।

রাজশাহীতে ঈদের অধিকাংশ জামায়াত হবে সকাল ৮টায়

রাজশাহীতে আসন্ন ঈদ-উল-ফিতরের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায়। তবে আবহাওয়া প্রতিকূল হলে, একই সময়ে জামায়াত স্থানান্তরিত হবে হযরত শাহ মখদুম (রহ.) দরগা কেন্দ্রীয় জামে মসজিদে। ইসলামিক ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক নাসিরুদ্দিন শেখ জানিয়েছেন, রাজশাহীর বেশিরভাগ ঈদগাহে ঈদের জামায়াত সকাল ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে অনুষ্ঠিত হবে।

প্রধান জামায়াতে ইমামতি করবেন নগরীর রাজারহাতা জামে মসজিদের খতিব মাওলানা মো. কাওসার হোসাইন। তাকে সহযোগিতা করবেন তেরোখাদিয়া জামে মসজিদের পেশ ইমাম মোহাম্মদ সোয়েব হোসেন। ঈদের জামায়াত সুষ্ঠুভাবে আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে সমন্বয় সভা হয়েছে। তবে ইসলামিক ফাউন্ডেশন বা জেলা প্রশাসন নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করেনি। মসজিদ কমিটিগুলো নিজেদের সুবিধামতো সময় নির্ধারণ করে আগের দিন মাইকিংয়ের মাধ্যমে তা জানিয়ে দেবে।

এদিকে, রাজশাহীতে ঈদের দ্বিতীয় প্রধান জামায়াত সকাল সাড়ে ৭টায় মহানগর ঈদগাহ (টিকাপাড়া) অনুষ্ঠিত হবে। এখানে দ্বিতীয় জামায়াত সকাল সাড়ে ৮টায় হবে। বৃষ্টি হলে পাশের টিকাপাড়া মোহাম্মপুর জামে মসজিদ কমপ্লেক্সে জামায়াত অনুষ্ঠিত হবে। এছাড়াও সকাল সোয়া ৮টায় রাজশাহীর তৃতীয় বড় ঈদ জামায়াত হবে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে, যেখানে প্রধান সড়কের ওপর একটিই ঈদ জামায়াত হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জামায়াত হবে সকাল ৮টায়। প্রথমবারের মতো এখানে নারীদের জন্য পৃথক প্রবেশপথ ও প্যান্ডেল নির্ধারণ করা হয়েছে। নারীরা বিএনসিসি গেট দিয়ে প্রবেশ ও বের হবেন। এছাড়াও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) জামে মসজিদে ঈদের জামায়াত হবে সকাল ৭টায়।