পার্বতীপুরে ভিজিএফ এর চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির উঠেছে। প্রতিজন সুবিধাভোগীকে দশ কেজি করে চাল দেয়ার কথা থাকলেও পাঁচ থেকে আট কেজি চাল দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় জনমনে চরম অসন্তোষ বিরাজ করছে। ভিজিএফ কার্ড থাকার পরেও শত শত কার্ডধারী চাল না পাওয়ায় কয়েকটি ইউনিয়ন পরিষদে হট্রোগোল হওয়ার খবর পাওয়া গেছে। এ বিষয়ে চাল বিতরণে দায়িত্বে থাকা পলাশবাড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাহবুবার রহমানের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। মোস্তফাপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান ঘটনার কথা স্বীকার করে বলেন হ্যা কিছু লোক পায় নাই, বিলম্বে আসার কারণে কিছু চাল শর্ট হয়েছে তবে তাদের মধ্যে কিছু লোককে ২/১ কেজি করে চাল দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো: সাদ্দাম হোসেন এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন- এ রকম কোন অভিযোগ আমি পাইনি, আপনি বললেন বিষয়টি আমি দেখব।