মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা : দারিদ্র্য ও পিছিয়ে পড়া নারীদের দক্ষতা উন্নয়ন ও স্বাবলম্বী করার লক্ষ্যে ৩৯ জন প্রশিক্ষণার্থীর প্রত্যেককে বিনামূল্যে একটি করে সেলাই মেশিন প্রদান করছেন স্থানীয় সরকারের উন্নয়ন সহায়তা (এডিপি)।
সম্প্রতি কুমিল্লার মুরাদনগর উপজেলা ১৬নং ধামঘর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামঘর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আলিউল্লাহ, ইউনিয়ন পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান, পারুল আক্তার, নুরজাহান বেগম, পারভীন আক্তার, ইউপির সদস্য মোরশেদ খান, আলমগীর হোসেন, ফিরোজ আহাম্মদ, আবদুর রহমান, মোঃ রাসেল, দুলাল হোসেন, আবদুর রশিদ, মোঃ গিয়াস উদ্দিন ও ইউনিয়ন পরিষদ সচিব নাঈম আহমেদ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা। সেলাই মেশিন হাতে পেয়েছেন, রমিজ উদ্দিন, কবিরাজের স্ত্রী কুলসুম আক্তার, বশির আহাম্মদের স্ত্রী রাবিয়া আক্তার ও আবুল হোসেনের স্ত্রী সুফিয়া বেগমসহ আরও অনেকে। সুফিয়া বেগম বলেন, আমার স্বামী আল্লাহ ডাকে চলে গেছেন, রেখে গেছেন ছোট ছোট ৪ছেলে। তাদেরকে লালনপালন করতে হিমসিম খাচ্ছি। প্রতিদিন প্রচুর খরচ। জিয়ের কাজ করতে বাড়ি বাড়িতে যেতে হতো। এখন সেলাই মেশিন পেয়েছি। ঘরে বসেই কাপড় সেলাই করে আয় রোজকার করতে পারবো। আগামীতে সন্তানদের নিয়ে বেঁচে থাকার ভরসা।