পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা : বরগুনার পাথরঘাটা কাকচিড়া ইউনিয়নের রূপধন বন্দর আমেরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষে বিষ মিশ্রিত পানি ও বোতল উদ্ধার হয়েছে। এ ঘটনায় পাঁচজন স্কুলছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান।

অসুস্থ শিক্ষার্থীরা হলেন আরিসা, তাসমিম, মনিরা, জান্নতী, সাবিনা ও সুরাইয়া। তারা সবাই ঐ স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টায় কোচিং শেষে ক্লাস শুরুর আগে ছাত্রী সাবিনা বাড়ি থেকে আনা পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার শিক্ষার্থী স্বাদ নিয়ে পরীক্ষা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে দেখা যায়, অসুস্থ শিক্ষার্থীদের ব্যাগে থাকা পানি ও খাবার থেকেও বিষের গন্ধ আসছে। এতে বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কবির জানান, ষষ্ঠ শ্রেণির ছাত্রী মনিরা ও সাবিনা প্রথমে ক্লাসরুমে এসে বিষের গন্ধ পাওয়ার কথা জানায়। এরপর শিক্ষকরা পানির বোতল ও খাবার পরীক্ষা করে বিষ মিশ্রিত থাকার সত্যতা পান। অসুস্থ শিক্ষার্থীদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হয় এবং প্রশাসনকে অবহিত করা হয়।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আল-আমিন জানান,পাঁচ শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনে তাদের বরিশালে রেফার করা হতে পারে।

এদিকে অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে নেওয়ার পর বিদ্যালয়ের শ্রেণী কক্ষের এক কোণে একটি বিষ মিশ্রিত বোতল উদ্ধার করা হয়। বোতলটি জব্দ করে তদন্ত কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে

ঘটনার তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানান, কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

অসুস্থ শিক্ষার্থীদের অভিভাবকরা গভীর উদ্বেগ প্রকাশ করে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন।