DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

গ্রাম-গঞ্জ-শহর

ভোলায় কৃষ‌কদের জ‌মি দখল মুক্ত কর‌তে মানববন্ধন ও বি‌ক্ষোভ মি‌ছল

ভোলায় সাধারন কৃষক‌দের রেক‌র্ডিয় জ‌মি দখল মুক্ত করার দাবী‌তে মানবন্ধন ও বি‌ক্ষোভ মি‌ছিল অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

জেলা সংবাদদাতা
vola
ভোলায় সাধারন কৃষক‌দের রেক‌র্ডিয় জ‌মি দখল মুক্ত করার দাবী‌তে মানবন্ধন ও বি‌ক্ষোভ মি‌ছিল অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

ভোলায় সাধারন কৃষক‌দের রেক‌র্ডিয় জ‌মি দখল মুক্ত করার দাবী‌তে মানবন্ধন ও বি‌ক্ষোভ মি‌ছিল অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। সোমবার দুপু‌রের দি‌কে ভোলা প্রেসক্লা‌বের সামনে পূর্ব ইলিা চর আনন্দ পার্ট-২ এর ভূক্ত‌ভোগী জ‌মির মা‌লিক সাধারণ কৃষকরা প্রায় ঘন্টাব‌্যাপী এই কর্মসূ‌চি পালন ক‌রেন। পরে মানববন্ধন শে‌ষে বি‌ক্ষোভ মি‌ছিল ক‌রেন কৃষক ও তা‌দের প‌রিবা‌রের সদস‌্যরা।

মানববন্ধ‌নে কৃষকরা ব‌লেন, পূর্ব ইলিশা ইউনিয়‌নের চর আনন্দ পার্ট-২ এলাকায় প্রায় ৫০ বছর ধ‌রে তা‌দের রেক‌র্ডিও জ‌মি‌তে বসতঘরে বসবাস ও কৃ‌ষি জ‌মি‌তে চাষাবাদ ক‌রে আস‌ছেন। কিন্তু প্রায় ১৫ বছর আগে আওয়ামী লী‌গের ক্ষমতার প্রভাব দে‌খি‌য়ে ক‌য়েক জন ভূ‌মিদস‌্যু তা‌দের জ‌মি থে‌কে উচ্ছেদ করার জন‌্য বি‌ভিন্ন সময় বসতঘ‌রে হামলা ও ভাংচুর চালায় এবং তা‌দের ফস‌লি জ‌মিসহ বহু পরিবারকে বসতঘর থে‌কে উচ্ছেদ ক‌রে‌ছে। কেউ প্রতিবাদ কর‌লে তা‌কে উল্টো মিথ‌্যা মামলা দি‌য়ে হয়রানী ক‌রে‌ছে। মানববন্ধনের ব্যানারে তারা স্থানীয় বারেক মেম্বার, হেজু, জিয়া, খানসাব, উলানী কামাল,সুমন,আব্বাস ও আব্দুর রব নামের আট ব্যাক্তিকে ভূমিদস্যু আখ্যা দিয়ে তাদের ছবি প্রদর্শন করেন। কৃষকরা বলেন,অতীতের মতো এখনও ওই ভূ‌মিদস‌্যুরা তা‌দের জ‌মি দখল ক‌রে রয়েছে। এসময় বক্তব্য রাখেন, ওই এলাকার ভূক্ত‌ভোগী কৃষক আব্দুল মন্নান হাওলাদার, আজিজ, কালু সর্দারসহ প্রমূখ কৃষক এবং কৃষাণীরা।

তাই তারা ভূমিদস্যুদের কবল থেকে তা‌দের জ‌মি দখল মুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের হস্ত‌ক্ষেপ কামনা ক‌রেন।