রংপুর জেলা মটর শ্রমিক ঐক্য পরিষদের বিশেষ সাধারন সভা গতকাল ২৫শে আগষ্ট সোমবার দুপুরে রংপুর কেন্দ্রীয় বাসর্টামিনাল চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-১১৬৩) ভুক্ত শ্রমিকদের ন্যায়্য অধিকার আদায়ের জন্য প্রতিষ্ঠিত এটি একটি ট্রেড ইউনিয়ন। বিগত ২০২৪ সালে ফ্যাসিস্ট স্বৈরচার আওয়ামী লীগ সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ঐ দল ভুক্ত সাবেক কমিটির অনেক নেতা পালিয়ে যায় এবং কেউবা ইউনিয়ন থেকে সড়ে দাঁড়ান। এই সুযোগে অপর একটি সুযোগ সন্ধানী র্স্বাথান্বেষী মহল পর্দার আড়াল থেকে নির্দেশনা দিয়ে রংপুর কেন্দ্রীয় বাসর্টামিনাল দখল করে নেয় এবং পুনরায় এখানে ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করে।
এরই প্রতিবাদে গত ২৫শে আগষ্ট সোমবার দুপুরে রংপুর কেন্দ্রীয় বাসর্টামিনাল চত্বরে সাধারন শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে এই বিশেষ সাধারন সভা অনুষ্ঠিত হয়। জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক আহবায়ক মোফাজ্জল হোসেন সোণার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি নুরুল ইসলাম নুরু ড্রাইভার, সাবেক সড়ক সম্পাদক মুকুল ড্রাইভার, সুপারভাইজার জাহিদুল ইসলাম, সফি ড্রাইভার, নজরুল ইসলাম যাদু, শাহজাহান ড্রাইভার, হানিফ ড্রাইভার, আনিছুর রহমান ড্রাইভার অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।