রাজবাড়ী সংবাদদাতা : মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে গতকাল সকালে স্থানীয় আজাদী ময়দান থেকে এক সাইকেল র্যালি শুরু হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রীপুর টার্মিনাল হয়ে ১ নং রেলগেট স্বাধীনতা চত্ত্বরে এক সমাবেশে মিলিত হয়। উক্ত সমাবেশে এর সঞ্চালনায় জেলা শিবিরের সভাপতি আবু তাহের এম তানভীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, জেলা জামায়াতের আমীর রাজবাড়ী -১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাডঃ মোঃ নুরুল ইসলাম, অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আলীমুজ্জামান, ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি মোঃ ফেরদৌসুর রহমান, পৌর জামায়াতের আমীর ডাঃ হাফিজুর রহমান সহ আরও অনেক।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বাধীনতার এতো বছর পার হলেও এ জাতি সত্যিকারের স্বাধীনতার স্বাদ আজও পায়নি, এ জাতি আজ এক ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে, এক সংকটময় মুহূর্ত পার করছে এই মূহুর্তে জাতির একতাবদ্ধ থাকা খুব জরুরী। ইসলামী ছাত্র শিবির কে এই মূহুর্তে আলোকবর্তিকা হিসাবে দায়িত্ব পালন করতে হবে।
আবু তাহের এম তানভীর এর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।