ফটিকছড়ি সংবাদদাতা : চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশ পরিচয়ে সাজু কুমার ত্রিপুরা (১৭) নামে এক কিশোরকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
২ দিন পার হলেও এখনো তাঁর খোঁজ মেলেনি। এ ব্যাপারে ভূজপুর থানায় অভিযোগ দাখিল করা হয়েছে। অপহৃত পরিবারের দাবি, অপরিচিত একটি নম্বর থেকে ফোন করে ছেলের মুক্তির জন্য ৪০ লাখ টাকা মুক্তিপণ চায় অপহরণকারীরা।
অপহরণ হওয়া কিশোর উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের রাঙ্গাপানি নলুয়াপাড়া এলাকার ব্যবসায়ী দিলীপ কুমার ত্রিপুরার ছেলে।
পরিবার সুত্র জানা যায়, গত ৯ আগস্ট রাতে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে রাতের খাওয়া দাওয়া শেষ করে মুদির দোকানে ঘুমাতে যান অপহৃত সাজু কুমার ত্রিপুরা ও তার বড় ভাই রাজু ত্রিপুরা। রাত সাড়ে ১০ টার দিকে অজ্ঞাতনামা ৩ জন লোক দোকানের সামনে এসে পুলিশ পরিচয়ে দোকান খুলতে বলে। পরে সাজু ও রাজু দোকান খুললে অজ্ঞাতনামা ৩ জন তাদের কাছ থেকে পান ও সিগারেট ক্রয় করে। পরে পুলিশের পোষাক পরিহিত অজ্ঞাতনামা লোকটি সাজু ত্রিপুরাকে ডেকে একজন আসামীর বাড়ি দেখাই দিতে বলে। পরে সাজুকে জোরপূর্বক সাদা একটি প্রাইভেট কারে তুলে অপহরন করে নিয়ে যায়।
অপহরণ হওয়া সাজু কুমার ত্রিপুরার পিতা দিলীপ কুমার ত্রিপুরা বলেন, গভীর রাতে একটি অপরিচিত নম্বর থেকে ফোন দিয়ে ছেলের মুক্তিপণ হিসেবে ৪০ লাখ টাকা দাবি করে। এরপর থেকে নম্বরটি বন্ধ রয়েছে। নিরাপদ ও সুস্থ অবস্থায় আমি আমার ছেলেকে ফেরত চাই।’
স্থানীয় ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী বলেন, আমার ইউনিয়ন থেকে একটি ছেলে অপহরণ হয়েছে। এখনো তাকে উদ্ধার করা যায়নি।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কাজী মোঃ তারেক আজিজ বলেন, সুকৌশলে কিশোরকে পুলিশের পোশাক পরিধান করে কে বা কারা অপহরণ করে নিয়ে যায়। তাকে উদ্ধারে আমরা সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছি।’