চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে এক বিএনপি কর্মীর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় ওই বিএনপি কর্মী ও তার চাচাতো ভাইকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল থেকে টানা চার ঘণ্টা অভিযান চালানো হয় নোয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়েজ আহমদের বাড়িতে। অভিযানে বিভিন্ন প্রকার অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—বিএনপি কর্মী মুহাম্মদ কামাল (৫০) এবং তার চাচাতো ভাই মুহাম্মদ সোহেল (৪৮)। কামাল নোয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত খায়েজ আহমদের ছেলে। তিনি বিএনপির সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও রাউজানের সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।

র্যাব জানায়, বাড়ির আঙিনা, পুকুরপাড় ও ঘরের আলমারি তল্লাশি করে ১১টি বন্দুক, ২৭টি দেশীয় ধারালো অস্ত্র, ৮টি ক্রিকেট স্ট্যাম্প, ১৫টি কার্তুজ, কিছু পরিমাণ গাঁজা ও বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।