চট্টগ্রাম মহানগরীর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী বলেছেন, জামায়াতে ইসলামীর আদর্শ ও ইতিহাস মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আগামীতে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। বিগত সতের বছর আওয়ামী লীগ সরকার যেভাবে দমন, নিপীড়ন, লুটতরাজ কায়েম করেছিল, তার থেকে জাতিকে মুক্তি দিতে হবে। তাই আগামীতে জামায়াতে ইসলামীর হাতকে শক্তিশালী করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাওয়াতী পক্ষ ও গণসংযোগ হিসেবে চান্দগাঁও থানা জামায়াত আয়োজিত বহদ্দারহাট মোড়ে দাওয়াতী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চান্দগাঁও থানা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠিত দাওয়াতী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, বোয়ালখালী উপজেলা জামায়াত ইসলামীর নায়েবে আমীর ও চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার আবু নাসের।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চান্দগাঁও থানা নায়েবে আমীর অধ্যাপক জসিম উদ্দিন, সহকারী সেক্রেটারি মো. আজাদ চৌধুরী ও মো. ওমর গনি, থানা শূরা ও কর্মপরিষদ সদস্য ইঞ্জি. ওমর ফারুক, আব্দুল কাদের পাটোয়ারী, নুরুল মোস্তফা হেলালী, ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী রইসুর রহমান চৌধুরী তিতু প্রমুখ।