যশোর সংবাদদাতা : যশোর-৩ সংসদীয় আসনে ১০ দলীয় ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আব্দুল কাদেরের নেতৃত্বে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে যশোর ঈদগাহ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। মিছিলে কয়েক হাজার নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। মিছিলটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়, যা এলাকায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।
মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর-৩ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আব্দুল কাদের, জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিক, সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, অফিস সেক্রেটারি নূর-ই-আলী নূর আল মামুন, যশোর শহর আমির মাওলানা ইসমাইল হোসেন, যশোর সদর আমির মাওলানা আশরাফ আলী, আবুল হাশেম রেজা, নুরুজ্জামানসহ দলীয় নেতৃবৃন্দ। মিছিল শুরুতে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ আব্দুল কাদের। তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশের জনগণ আজ দুর্নীতি, ও বৈষম্যে অতিষ্ঠ। জনগণ একটি ন্যায়ভিত্তিক, ইসলামী মূল্যবোধসম্পন্ন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চায়। জামায়াতে ইসলামী সেই প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, যশোর-৩ আসনের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত। আমি নির্বাচিত হলে ইনশাআল্লাহ এই এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নৈতিক উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। কোনো প্রকার দলীয় বৈষম্য নয়, সকল শ্রেণি-পেশার মানুষের অধিকার নিশ্চিত করাই হবে আমাদের মূল লক্ষ্য।
আব্দুল কাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা ধৈর্য, শৃঙ্খলা ও নৈতিকতার সঙ্গে মাঠে কাজ করবেন। কোনো উসকানিতে পা দেবেন না। জনগণের কাছে আমাদের আদর্শ, কর্মসূচি ও সততার বার্তা পৌঁছে দিতে হবে। মানুষের মন জয় করাই আমাদের প্রধান দায়িত্ব।