বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার রুকন ও তরুণ ইসলামিক স্কলার মাওলানা লুৎফুর রহমান সাঈদ নিজামীর জানাজা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় মরহুমের নিজ বাড়ি কক্সবাজারের পেকুয়া সুন্দরী পাড়া মাদ্রাসা ময়দানে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় অংশ নেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, বাকলিয়া থানা আমীর সুলতান আহমদ, পেকুয়া থানা জামায়াতের নায়েবে আমীর ডা. শাহাবুদ্দিন, পেকুয়া থানা সেক্রেটারি ডা. নুরুল কবির, পেকুয়া উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান, অধ্যাপক নুরুজ্জামান মন্জু, রাজাখালী কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোশাররফ হোসেন, জামায়াত নেতা অহিদুল কাদের, গোলাম কাদের, আবু সুফিয়ান প্রমুখ।

গতকাল সোমবার রাত নয়টার দিকে মাওলানা মুহাম্মদ লুৎফুর রহমান সাঈদ নিজামী স্ট্রোকজনিত কারণে ইন্তিকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম মাওলানা লুৎফর রহমান মৃত্যুকালে অসুস্থ মা, স্ত্রী ও ১মেয়ে,৩ ছেলেসহ বহু আত্মীয়-স্বজনসহ গুণগ্রাহী রেখে যান।

তাঁর ইন্তিকালে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর, সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। শোক বাণীতে নেতৃবৃন্দ মরহুমের জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতবাসী করার জন্য মহান আল্লাহ রাব্বুল আ’লামীনের কাছে দোয়া করেন এবং মরহুমের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মহান আল্লাহ তায়ালা তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন। মরহুমের নামাজের জানাজায় ইমামতি করেন মাওলানা নোমানুর রহমান উল্লেখ্য, চুনতি হাকীমিয়া কামিল মাদরাসা থেকে কামিল (ব্যাচ ২০০৭), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আরবি বিষয়ে বিএ (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রিধারী ছিলেন তিনি। কর্মজীবনে হাটহাজারী উপজেলার লালিয়ারহাট হোসাইনিয়া সিনিয়র মাদ্রাসার প্রভাষক ছিলেন মাওলানা লুৎফুর রহমান সাঈদ নিজামী। চট্টগ্রাম মহানগরী জামায়াতের দাওয়াহ্ বিভাগের প্রশিক্ষণপ্রাপ্ত দাঈ' ছিলেন তিনি। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন চট্টগ্রাম মহানগরীর সদস্য ছিলেন তিনি। ক্বারি উল কুরআনও ছিলেন তিনি; বিভিন্ন অনুষ্ঠান ও দ্বীনি মাহফিলে তার সুললিত কণ্ঠে তিলাওয়াত দ্বীনি ভাবগাম্ভীর্য তৈরি করত। একাধারে তিনি ভালো শিক্ষক এবং শিক্ষার্থী ছিলেন।