ফটিকছড়ি সংবাদদাতা : চট্টগ্রামের ফটিকছড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন বড় ভাইয়ের দায়ের কুপে আহত হওয়া মাওলানা মো. মাসুমের(৩৫) মৃত্যু হয়ছে।

৪ এপ্রিল (শুক্রবার) চট্টগ্রাম মহানগরীর ট্রিটমেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এ ঘটনায় মা জুলেখা খাতুনও (৫৫) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থা রয়েছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলার ভূজপুর ইউনিয়নে ফকিরাবন এলাকার ভোঁলা মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।

জানা যায়, বেশ কিছুদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছে। ঘটনার দিন সকালে একটি শুকনো পাতার বস্তা সরানোকে কেন্দ্র করে ঝগড়ার এক পর্যায়ে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আপন ছোট ভাই মোঃ মাসুম ও মা জুলেখাকে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় প্রতিবেশিরা এগিয়ে এসে আহত মা ও ভাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক চমেক হাসপাতালে প্রেরণ করেন। নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার একদিন পর মৃত্যুবরণ করেন তিনি।

ঘাতক মাওলানা ইয়াছিন ঘটনার পর থেকেই পলাতক। ভূজপুর থানার ওসি মাহবুবুল হক বলেন,”চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যাওয়ার খবর পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”