নেত্রকোনা সংবাদদাতা : নেত্রকােনায় বিকাশকর্মী মো. রিজন তালুকদার (২২) হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগ মিজানুর রহমান মানিক নামে একজনক গ্রেপ্তার করেছে পুলিশ। নেত্রকোনা সদর থানা পুলিশ সোমবার রাত সাড়ে ৯টায় জেলা শহরের মোক্তারপাড়া থেকে গ্রেপ্তার করে। গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহ্ নেওয়াজ।
গ্রেপ্তারকৃত মিজানুর রহমানের বাড়ি নেত্রকোনা সদর উপজেলার দুগিয়া চরপাড়া গ্রামে। মানিক দুগিয়া বাজার মনোহারী ব্যবসা করেন। পুলিশ সাতদিনের রিমান্ড চেয়ে তাকে মঙ্গলবার আদালত পাঠায়। হত্যাকান্ড ব্যবহৃত মাটরসাইকলটি নেত্রকোনা সদর উপজেলার আমতলা মানিকের শশুর বাড়ি থেকে উদ্ধার করে।