যশোর সংবাদদাতা: নতুন দিনের আলোর মতো মানুষের কথা বলার নতুন প্রত্যয় নিয়ে সংবাদপত্রের জগতে যাত্রা শুরু করলো দৈনিক নতুন সকালের বার্তা। সত্যনিষ্ঠতা, সাহসী উ”চারণ ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে শনিবার আনুষ্ঠানিকভাবে পাঠকের হাতে পৌঁছেছে এই নতুন দৈনিক। কাগজের গণ্ডি পেরিয়ে মানুষের জীবন, স্বপ্ন ও বাস্তবতার সঙ্গে যুক্ত থাকার প্রত্যাশা নিয়েই পথচলা শুরু করেছে পত্রিকাটি।
নিরব মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠা, উপেক্ষিত জনপদের খবর তুলে ধরা এবং চাপা পড়ে থাকা সত্যকে সাহসের সঙ্গে প্রকাশ করাই দৈনিক নতুন সকালের বার্তা–র মূল লক্ষ্য। যারা প্রতিদিন কথা বলার সুযোগ পায় না, যেসব এলাকার খবর আলোয় আসে না এই পত্রিকা তাদের জন্য নির্ভরযোগ্য কণ্ঠস্বর হয়ে উঠতে চায়। ক্ষমতার মুখপাত্র নয়, বরং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সত্য তুলে ধরাই এর দর্শন। পত্রিকার স্লোগান সবার কথা বলে এই এক বাক্যেই স্পষ্ট হয়ে ওঠে এর লক্ষ্য ও দায়বদ্ধতা।
শনিবার (১০ জানুয়ারি) সকালে যশোর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পত্রিকাটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও আকিজ গ্রুপের চেয়ারম্যান ডা. শেখ মহিউদ্দিন। উদ্বোধনী সংখ্যার মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে পত্রিকাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।