সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সাহিত্য বিভাগের আয়োজনে নিয়মিত সাহিত্য সভা গত শুক্রবার বিকেলে বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হয়।

কবি সালেহ মাহমুদ'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংগঠন কবিতা বাংলাদেশ এর সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ, প্রধান বক্তা ছিলেন সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সভাপতি মাহবুব মুকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন, ফররুখ গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর জসিমউদদীন, সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সেক্রেটারি আল্লামা ইকবাল। কবি সরদার আব্বাস'র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সহকারী সেক্রেটারি, সাহিত্য বিভাগের পরিচালক আব্দুর রহমান, শুভেচ্ছা বক্তব্য রাখেন নজরুল গবেষক এমদাদুল হক চৌধুরী, শব্দ বাড়ির প্রতিষ্ঠাতা কবি শাওন আসগর, চট্টগ্রাম সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মাহবুবুল মাওলা রিপন, লেখা পাঠ পর্যালোচন করেন প্রফেসর কবি মঈনুদ্দিন।

কবিতা পাঠ করেন আবুল খায়ের নাইমুদ্দীন, অধ্যাপক আর কে সাব্বির আহমেদ, কবির ভূইয়া, নুরু আল ইসলাম, জাফর পাঠান, শাওন, আব্দুল্লাহ আল মামুন, মো: নুরুল হক, ওয়াজকুরুনী সিদ্দীকি, সাহারা আনোয়ার, আজাদী আবাবিল, জালাল খান, মুজিবুর রহমান বকুল, শফিকুল, শাজাহান সানু, ফয়সাল আহমেদ, তোফাজ্জল হোসাইন সরকার, শাহিন সালমান, মো: মোহিবুল্লাহ, মো: আখতার হোসাইন, মো: খান কাওসার কবির, মর্শিদ উল আলম, রানা হামিদ, এম কে জাকির হোসাইন, মুনীরুল ইসলাম, আলফাজ হোসেন, দিপাশ আনোয়ার, ইসমত আরা, আব্দুর রশিদ ফিজার, জুবায়ের বিন ইয়াছিন, নাজমুস সাকিব, হেলাল উদ্দিন, ওয়াহেদুজ্জামান আহমেদ

আরো উপস্থিত ছিলেন বিল্লাল হোসেন, আমিনুল ইসলাম বাবু, মো: মোস্তাফিজুর রহমান চার্চিল, মাহফুজা বিনা, জাহাঙ্গীর হুসাইন,ইলোরা সোমা, জেরিন, এম এ আলীম, সালাউদ্দিন মনির, মঈন শেখ, আহমেদ ইউসুফ, সীমান্ত আকরাম, সরকার হুমায়ন, সুমাইয়া আক্তার (তৃষা), নুরুল শিশির খান, আব্দুল জলিল।

কবিতা পাঠের নামের ক্রমধারা উপস্থিতির স্বাক্ষর অনুযায়ী লেখা হয়েছে, জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়। প্রেসবিজ্ঞপ্তি।