রাজশাহীতে মহানগর জেলা ও দায়রা জজ আব্দুর রহমানের বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান সুমনকে (১৬) কুপিয়ে হত্যা করেছেন এক যুবক। এ সময় বিচারকের স্ত্রী তাসমিন নাহার গুরুতর আহত হন।

গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর রাজপাড়া থানাধীন ডাবতলা এলাকায় স্পার্ক ভিউ ভবনের তৃতীয় তলায় অবস্থিত তাদের বাসভবনে এ হামলার ঘটনা ঘটে। নিহত সুমন নবম শ্রেণির ছাত্র। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে লিমন মিয়া নামের যুবক বাসায় প্রবেশ করে অতর্কিতভাবে হামলা চালায়। চাপাতির কোপে তাওসিফ রহমান সুমন ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় বিচারকের স্ত্রী তাসমিন নাহারকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চার নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।