চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গা শহরের দক্ষিণ গোরস্থানপাড়ার ভাড়া বাড়ী থেকে একজন মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। গত ১৫ সেপ্টেম্বর বেলা সোয়া ২টায় লাশটি উদ্ধার করা হয়।

ওই এলাকার বাসিন্দা সুমন জানান, মরহুম লাবু মোল্লার স্ত্রী গুলশান আরা চমন (৬২) শহরের দক্ষিণ গোরস্থানপাড়ার একটি বাড়ীতে ভাড়া থাকতো। সেখানে তিনি একাই বসবাস করতেন। তিনি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগী ছিলেন। তিনি শারীরিক সমস্যার কারনে ঘরের মেঝেতে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে মারা যেতে পারেন বলে ধারনা করা হচ্ছে।

মৃত গুলসান আরা চমনের বোন খুশি জানান, তার বোন গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) তাদের বাড়ী গিয়েছিল। সেখান থেকে ফেরার পর গত তিন দিন তিনি তার মোবাইল ফোন কল ধরেননি। এখন এসে দেখতে পান তার বোন মরে পড়ে আছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, সুরতহাল প্রতিবেদন করার পর লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।