ঝিনাইদহ সংবাদদাতা : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঝিনাইদহ শহর শাখার উদ্যোগে এক শ্রমিক কল্যাণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শহরের বাস টার্মিনাল এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা আমীর ও ঝিনাইদহ-২ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী আলী আজম মোঃ আবুবকর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা নায়েবে আমীর আব্দুল আলীম,গান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ড.মনোয়ার হোসেন, শহর আমীর ইসমাইল হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি হারুন উর রশিদ, জেলা সেক্রেটারি ফারুক আহম্মেদ এবং জেলা বাইতুল মাল সম্পাদক মেহেদী হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি শিহাব উদ্দিন।
বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ কর্মপরিবেশ তৈরি এবং পরিবার-সমাজে শ্রমিকদের মর্যাদা বৃদ্ধির জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। তারা আরও বলেন, দেশের উন্নয়নে শ্রমিক শ্রেণি নধপশনড়হব হিসেবে কাজ করে যাচ্ছে, তাই তাদের কল্যাণ নিশ্চিতে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করা হবে।