নড়াইলে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড’র (বিআরডিবি) আয়োজনে গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলার গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠ চত্ত্বরে অনুষ্ঠিত কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা বিআরডিবি’র উপ-পরিচালক মো: গোলাম রছুল ও গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো: আব্দুর রশিদ। সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজল কুমার চন্দ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিআরডিবি’র সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: জিল্লুর রহমান।

বিআরডিবি জেলা কার্যালয় সূত্রে জানা যায়, দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প-২য় পর্যায়ের (ইরেসপো) আওতায় ‘করলে সঞ্চয় ২শ’ টাকা, সরকার দেবে ৪শ টাকা’ এ প্রতিপাদ্য নিয়ে কিশোরীদের মধ্যে সঞ্চয় প্রবণতা বৃদ্ধির মাধ্যমে স্বাবলম্বী করাসহ নারী নির্যাতন, বাল্য বিবাহ ও যৌতুক প্রথা বন্ধের ব্যাপারে সচেতন করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।একজন কিশোরী শিক্ষার্থী মাসিক ২শ’ টাকা হারে বছরে ২হাজার ৪শ টাকা জমা করলে জমাকৃত টাকা ও সরকারের পক্ষ থেকে প্রণোদনা হিসেবে তাকে আরও ৪হাজার ৮শ’ টাকা প্রদান করা হয়। গোবরা পার্ব্বতী পীঠের ১শ’ নারী শিক্ষার্থী এই প্রকল্পের আওতায় রয়েছে। জেলার তিন উপজেলার মোট ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীরা এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকে। অনুষ্ঠান শেষে কিশোরী শিক্ষার্থীদের মধ্যে জমাকৃত টাকাসহ প্রণোদনার চেক, স্বাস্থ্য ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।