কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক ইকবাল হোসেন। সরকারি দপ্তরসমূহের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, স্থানীয় সরকার শাখা উপ-পরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল ওয়াদুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও কুষ্টিয়া পৌর সভার প্রশাসক মিজানুর রহমান প্রমূখ।

এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক ইকবাল হোসেন বলেন, “জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সমন্বিত উদ্যোগে কাজ করতে হবে। কুষ্টিয়াকে একটি মডেল প্রশাসনিক জেলা হিসেবে গড়ে তুলতে সব দপ্তরকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি সরকারি সেবা ডিজিটালাইজেশন, মাঠপর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করা এবং জনগণের অভিযোগ দ্রুত নিষ্পত্তির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাঁদের নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম, চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তারা বলেন যে, আন্তঃদপ্তর সমন্বয় আরও বাড়লে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত হবে।