বিএনপির কেন্দ্রীয় নেতা ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার দলের এমপি ও মেয়র প্রার্থী ঘোষণার বিষয়ে কঠোর সমালোচনা করে বলেন, "আমি যদি মামলায় জয়ী হই, তাহলে আপনারা বুঝতে পারবেন—আমি হাসান উদ্দিন সরকার, আগামী দিনের মেয়র। জনগণই আমাদের প্রকৃত শক্তি, জনগণের রায়ের মাধ্যমেই নেতৃত্ব নির্বাচিত হবে।"

তিনি বলেন, "নির্বাচনের জন্য আমরা জীবন দিয়েছি, রক্ত দিয়েছি। তাই কোনো ষড়যন্ত্র টিকবে না—জাতীয় নির্বাচন হবেই। তবে বৃহত্তর স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হওয়া অত্যন্ত জরুরি। আমাদের আদর্শ ও আন্দোলনকে রক্ষা করতে হলে দলীয় ঐক্য ও সাহসিকতা প্রয়োজন।"

তিনি আরও বলেন, "সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু ‘বিসমিল্লাহথ ধ্বংস হবে না। এই ‘বিসমিল্লাহথ প্রবর্তন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য যে দৃষ্টিভঙ্গি ও আদর্শ রেখে গেছেন, তা আমাদের হৃদয়ে গেঁথে আছে।"

বিএনপির প্রবীণ এই নেতা বলেন, "আমার অত্যন্ত পছন্দের একজন নেতা ছিলেন মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদী, যাকে সম্পূর্ণ মিথ্যা অজুহাতে দোষী সাব্যস্ত করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। একইভাবে সালাহ উদ্দিন কাদের চৌধুরীকেও ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে।"

দলের শুদ্ধি অভিযানের বিষয়ে তিনি বলেন, "শুধু বিরোধী দলের দুর্নীতি অনুসন্ধান করলেই চলবে না, বরং নিজেদের দলের কর্মীরাও যদি দুর্নীতির সঙ্গে জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে হলে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া জরুরি।

গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ আক্তারুজ্জামানের সভাপতিত্বে ও বিএনপি নেতা মুমুনুর রশিদ মামুনের সঞ্চালনায় নগরের বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ মাজহারুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) সাবেক ভারপ্রাপ্ত মেয়র আব্দুল করিম, এ্যাডভোকেট তৌহিদুল ইসলাম রনি, মহিলা দলের নেত্রী দীপা চৌধুরী, বাতেন মোল্লাহ, মজিবুর রহমান প্রমুখ।

আওয়ামী লীগের শাসন ব্যবস্থার কঠোর সমালোচনা করে তিনি বলেন, "গত ১৫ বছর ধরে আওয়ামী লীগ গোয়েবলসীয় কায়দায় মিথ্যা প্রচারণা চালিয়ে এসেছে। তারা আমাদের ন্যায়সঙ্গত কথা বলতে দেয়নি, আমাদের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছে। তবু আমাদের কর্মীরা দল ত্যাগ করেনি। এই প্রতিকূল পরিস্থিতিতেও আমরা আমাদের আদর্শ থেকে বিচ্যুত হইনি।"

তিনি জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, "আমরা আমাদের অধিকার ফিরিয়ে আনব, ন্যায় প্রতিষ্ঠা করব এবং জনগণের রায়ের মাধ্যমেই সত্য প্রতিষ্ঠিত করব।"

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সভায় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

২০১৮ সালের ২৭ জুন গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী জাহাঙ্গীর আলম বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকারকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। ওই সময় নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের কথা উল্লেখ করেন বিএনপির কেন্দ্রীয় এই নেতা।