খুলনায় জাতীয় পার্টি (জাপা) জেলা ও মহানগর কার্যালয়ে হামলা চালিয়েছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। তবে পুলিশি তৎপরতায় তারা কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে পারেনি। হামলাকারীরা প্রধান ফটকের সাইনবোর্ড ভেঙে ফেলে। এ সময় পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। গণ অধিকার পরিষদের দাবি, পুলিশের লাঠিচার্জ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় তাদের ১৫/২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। গতকাল শনিবার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে নগরীর ডাকবাংলো মোড়ে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় পার্টি কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। বিক্ষোভকারীরা চলে যাওয়ার সময় সম্মুখ সড়কে টায়ার জ্বালিয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।
গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সম্পাদক এস কে রাশেদ বলেন, ‘জাতীয় পার্টি অফিসের সামনে গেলে সেখানকার নেতাকর্মী ও পুলিশ আমাদের ওপর হামলা চালায়। এতে অন্তত ১৫/২০ জন নেতাকর্মী আহত হয়ে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছেন। নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করছিলাম।’
খুলনা জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আলী সাজু জানান, শনিবার সারাদিন আমরা অফিসেই ছিলাম। আসরের আগে অনেকেই পাশের মসজিদে নামাজ পড়তে গেলে গণ অধিকার পরিষদের ৫০/৬০ জনের একটি মিছিল কার্যালয়ের সামনে এসে মারমুখি অব¯’ান নেয়। তখন আমরা দ্রুত অফিস থেকে বের হয়ে ফটকগুলো তালাবদ্ধ করি। তারা গেট ভাঙার চেষ্টা করে এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। একটি গেট ভেঙে ফেললেও অপরটি ভাঙতে পারেনি। তবে সাইনবোর্ড ভেঙে দেয়। পরে পুলিশ লাঠিচার্জ ও ধাওয়া করে তাদের ছত্রভঙ্গ করে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, ‘গণ অধিকার পরিষদের কিছু নেতাকর্মী লাঠিসোটা নিয়ে মিছিল সহকারে জাতীয় পার্টি অফিসের সামনে আসে। তারা বিশৃঙ্খলা চালানোর চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। অফিসের সাইনবোর্ড ভাঙা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
চট্টগ্রাম ব্যুরো : গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের ওপর লাঠিপেটার ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কার্যালয়ের প্রধান ফটক ঘেরাও করে বিক্ষোভ করেছেন সংগঠনের নেতাকর্মীরা। গতকাল শনিবার বেলা দুইটার দিকে তারা মিছিলসহ দামপাড়ায় সিএমপি কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় হামলাকারীদের বিচার, পুলিশের ক্ষমা প্রার্থনা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
এর আগে দুপুর ১২টার দিকে নগরের ২ নম্বর গেট এলাকায় সিডিএ অ্যাভিনিউ অবরোধ করে বিক্ষোভ করেন গণ অধিকার পরিষদের কর্মীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে তারা মিছিল নিয়ে সিএমপি কার্যালয়ের সামনে অবস্থান নেন এবং বেলা তিনটার দিকে কর্মসূচি সমাপ্ত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা ২ নম্বর গেট মোড়ে টায়ার জ্বালিয়ে চারটি সড়ক বন্ধ করে দেন এবং বিভিন্ন স্লোগান দেন। এ সময় যুব ও ছাত্র অধিকার পরিষদের নেতারাও আন্দোলনে যোগ দেন। পরে বেলা দুইটার দিকে তারা সড়ক ছেড়ে দেন।
এ কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রামের নেতারাও সংহতি প্রকাশ করেন। পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, শান্তিপূর্ণভাবেই বেলা তিনটার দিকে কর্মসূচি শেষ হয়।
স্টাফ রিপোর্টার, গাজীপুর: ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে গাজীপুরে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেল সাড়ে ৫টায় চান্দনা চৌরাস্তা থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ভোগরা এলাকায় পৌঁছালে নেতাকর্মীরা মহাসড়কে আগুন জ্বালিয়ে ঘণ্টাব্যাপী অবরোধ স্থাপন করেন এবং “হামলাকারী গ্রেপ্তার কর”, “স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ কর” এবং “জাতীয় পার্টি নিষিদ্ধ কর” শীর্ষক স্লোগান দেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয় এবং যাত্রী ও পরিবহন চালকরা দীর্ঘ সময় দুর্ভোগে পড়েন।
নারায়ণগঞ্জ সংবাদদাতা : নুরুল হক নুরসহ দলের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে মশাল মিছিল করেছে স্থানীয় নেতাকর্মী। গত শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে শহরের চাষাঢ়া গোল চত্বরের সামনে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। এসময় সড়কের দু’পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এসময় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী এসে তাদের সঙ্গে যোগদান করে। প্রায় আধঘন্টা পর তারা সড়ক থেকে সরে গেলে যানচলাচল শুরু হয়।
এর আগে শহীদ মিনার থেকে মশাল মিছিল নিয়ে তারা প্রেস ক্লাব চত্বরে ঘুরে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে। সেখানে গণ অধিকার পরিষদের নেতাকর্মী নুরুল হক নুরের উপর হামলায় জড়িতদের আইনের আওতায় আনতে অন্তবর্তী কালিন সরকারের প্রধান উপদেষ্টার কাছে দাবি জানান।
রাবি রিপোর্টার: নূরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ^বিদ্যালয়ের (রাবি) মেইনগেইটের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে সড়কে যানবাহন চলাচল বিঘিœত হয়।
গতকাল শনিবার সকালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন তারা। এসময় আন্দোলনকারীরা বলেন, ভিপি নূরের উপর সকল হামলাকারী জাতীয় পার্টি, ছাত্রলীগ এবং সেনা ও পুলিশ সদস্যদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে অবিলম্বে। ভিপি নুরের উপর হামলা মানে বৈষম্যবিরোধী সকল শিক্ষার্থীদের উপর হামলা। বেলা ১২টা ১০মিনিটে শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
গাইবান্ধা সংবাদদাতা: গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর নৃশংস হামলার প্রতিবাদে শনিবার গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গণ অধিকার পরিষদের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন জেলা খানা মোড়ে এসে এক সমাবেশে মিলিত হয়। এসময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে।
সমাবেশে বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সভাপতি শামসুজ্জামান সিদ্দিকী মামুন, সাধারণ সম্পাদক সামিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুমন বসুনিয়া, জুলাই যোদ্ধা সভাপতি মোহাম্মদ আমিনুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মাসুদ রানা, সদস্য সচিব বায়েজিদ বোস্তামী জিম, এনসিপি সংগঠক আতিকুর রহমান, ছাত্রশিবির ইসলামী আন্দোলন ও অন্যান্য দলের নেতাকর্মীরা।
সিরাজগঞ্জ সংবাদদাতা : ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম প্রান্তে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেছে দলটির নেতাকর্মীরা।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা সেতুর পশ্চিম গোলচত্বরে জড়ো হয়ে স্লোগান দেন এবং প্রায় ১৫ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে বিক্ষোভ মিছিল শেষে তারা সেখান থেকে সরে যান।
অবরোধ চলাকালে মহাসড়কের দুই প্রান্তে যানজটের সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতির কারণে বড় কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঘটেনি।
পঞ্চগড় সংবাদদাতা : ভিপি নূরুল হক নূর, কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক রাশেদসহ নেতাকর্মীদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পঞ্চগড় জেলা গণঅধিকার পরিষদ।
শনিবার দুপুরের পর পঞ্চগড় জেলা জজ কোটের সামনে থেকে পঞ্চগড় জেলা গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে পঞ্চগড় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এসময় রাস্তার উভয় পাশে যানবাহান আটকা পড়ে থাকে।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ হিল জামানের নেতৃত্বে থানা পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দেন।
পরে আন্দোলনকারীরা আবারও বিক্ষোভ মিছিল করে রাস্তা অবরোধ করে রাখে। পরে পুলিশের সদস্যরা নেতাকর্মীদের ধাক্কাধাক্কি করে রাস্তা থেকে সরিয়ে দেয়।
এর প্রতিবাদে বিকেলে গণঅধিকার পরিষদ পঞ্চগড় জেলা জজ কোটের সামনে সংবাদ সম্মেলন করে।
সংবাদ সম্মেলনে পঞ্চগড় জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মাহাফুজার রহমান আওয়ামী ফ্যাসিস্ট ও জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ ও তাদের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
চকরিয়া সংবাদদাতা: ভিপি নুরুল হক নুরের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে গণঅধিকার পরিষদ এবং অঙ্গ ও সহযোগি সংগঠন চকরিয়ার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল চারটায় অনুষ্ঠিত মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দেন দলের কেন্দ্রীয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সহ-সম্পাদক চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. আবদুল কাদের প্রাইম। তিনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। মিছিলটি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে চিরিংগা ফুলকলির সামনে এসে শেষ হয়। এরআগে গণঅধিকার পরিষদ চকরিয়া উপজেলা সভাপতি এডভোকেট আমিনুল এহসানের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় গণঅধিকার পরিষদ জেলা সভাপতি হেলাল উদ্দিনসহ সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপ¯ি’ত ছিলেন। সমাবেশ থেকে গণঅধিকার পরিষদের চেয়ারম্যান সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলাকারীদের গ্রেফতার পরবর্তী দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা : ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনার প্রতিবাদে কোটালীপাড়ায় বিক্ষোভ সমাবেশ করেছেন ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা।
শনিবার (৩০ আগস্ট) দুপুর ৩ টার দিকে উপজেলার তারাশী বাসস্ট্যান্ডে গণঅধিকার পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ সমাবেশ হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- কোটালীপাড়া গণঅধিকার পরিষদের আহবায়ক আবুল বাশার দাড়িয়া, সদস্য সচিব সোহেল হাজরা, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক পলাশ শেখ, কোটালীপাড়া উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক নাজমুল দাড়ীয়াসহ নেতৃবৃন্দ।