সংবাদদাতা : কুষ্টিয়া সদর হাসপাতালে ট্রলি, হুইলচেয়ার ও বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম প্রদান করেছেন জামায়াতে ইসলামী। সোমবার সকালে জামায়াতে ইসলামী কুষ্টিয়া শহর শাখার আয়োজনে এ চিকিৎসা সরঞ্জাম প্রদান করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সদর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মুফতি আমির হামজা, কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমির ও মিরপুর ভেড়ামারা-২ আসনের এমপি প্রার্থী আব্দুল গফুর। বক্তব্য রাখেন জামায়াতের জেলা সহকারী সেক্রেটারি খায়রুল ইসলাম রবিন, কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হকসহ জেলা ও শহরের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ট্রলি, হুইল চেয়ার ও মেডিকেল সরঞ্জাম হস্তান্তর করা হয়।