বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) শ্রমিকদের ন্যায্য অধিকার ও জীবনমান উন্নয়নের দাবিতে পাঁচ দফা দাবিতে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা। বৃহস্পতিবার সকালে বারি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নিয়মিত, অনিয়মিত ও অফিস মাস্টাররোলভুক্ত শ্রমিকরা গাজীপুরে বারি সদর দপ্তর ক্যাম্পাসে কর্মসূচি পালন করেন।
সকালে শ্রমিকরা সদর দপ্তরের খামার বিভাগের সামনে সমবেত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বারি মহাপরিচালকের কার্যালয়ের সামনে এসে অবস্থান নেয়। সেখানে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিক উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে শ্রমিক নেতারা পাঁচ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
বক্তারা বলেন, দাবি আদায় না হলে প্রশাসনিক ভবনসহ বারি কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে। পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে-তিন বছরের বেশি সময় কাজ করা শ্রমিকদের নিয়মিতকরণ, মৃত ও অবসরপ্রাপ্ত শ্রমিকদের শূন্যপদে যোগ্য পরিবার সদস্য নিয়োগ, অতিরিক্ত কাজের বিপরীতে অতিরিক্ত মজুরি বা হাজিরা নিশ্চিতকরণ, শ্রমিকদের বাসা বরাদ্দ কমিটিতে প্রতিনিধি অন্তর্ভুক্ত এবং নিয়মিত-অনিয়মিত-অফিস মাস্টাররোলভুক্ত শ্রমিকদের মাসে ৩০ দিনের হাজিরা নিশ্চিত করা।
শ্রমিকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।