ইবনেসিনা হাসপাতাল সিলেট লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক মৌলভী আব্দুল কাদের খানের সহধর্মিণী সুরাইয়া খানম গত বুধবার রাত ৭.৩০ ঘটিকায় একই হাসপাতালে ইন্তিকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার নগরীর মিরাবাজারস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড মাঠে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হয় এবং নগরীর মানিকপীর (রহঃ) কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমা সুরাইয়া খানমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন হাসপাতাল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান। তিনি এক শোক বার্তায় ইবনেসিনা হাসপাতাল সিলেট লি. এর পক্ষ থেকে মরহুমার পরিবারবর্গের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান এবং আল্লাহ রাব্বুল আলামীন তাকে যেন জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন এই দোয়াও করেন।
গ্রাম-গঞ্জ-শহর
ইবনেসিনা হাসপাতাল সিলেট লি. এর পরিচালক মৌলভী আব্দুল কাদের খানের সহধর্মিণীর ইন্তিকাল
ইবনেসিনা হাসপাতাল সিলেট লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক মৌলভী আব্দুল কাদের খানের