নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী সন্দেহে সাজ্জাদ হোসেন নামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। রবিবার ভোরে সিদ্ধিরগঞ্জের আইলপাড়া এলাকায় এ ঘটনায় ঘটে। সে ওই এলাকার কামাল হোসেনের ছেলে। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

নিহতের স্বজনরা জানান, সাজ্জাদ মানসিক ভারসাম্যহীন। প্রতিদিন দিবারাত্রি এলাকায় হাঁটা চলা করতো। রাতে 'ক্রাউন সিমেন্ট' রেডিমিক্স ফ্যাক্টোরীর সামনে কোম্পানির একটি গাড়িতে ঢিল ছুঁড়লে গ্লাস ভেঙ্গে যায়। পরে ফ্যাক্টোরীর লোকজন তাকে আটক করে মারধর করে। এতে অতিরিক্ত মারধরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এখবর ছড়িয়ে পড়ে স্বজন ও স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ফ্যাক্টরিতে ভাংচুর চালায়। খবরপেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে গেলে তাদেরকের ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। আসামীদের আটকের সময় স্থানীয়রা তাদের উপর হামলা করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনূর আলম জানান, পরিস্থিতি এখন শান্ত। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ১০ জনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার দায়ের প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

নারায়ণগঞ্জে মেট্টো রেলের দাবিতে মানববন্ধন করা হয়েছে : নারায়ণগঞ্জে মেট্টোরেলের দাবিতে মানববন্ধন করেছে 'ওর্য়াকিং ফর বেটার নারায়ণগঞ্জ' সংগঠনের ব্যানারে। রোববার দুপুর ১২ টায় শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এমআরটি টু প্রকল্পে নারায়ণগঞ্জ শহর, আদমজী-মদনপুরকে যুক্ত রেখে প্রকল্প বাস্তবায়নের দাবিতে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যগ্ম আহবায়ক মাসুকুুল ইসলাম রাজিব, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি ফারহানা মানিক মুনা, ইসলামী আন্দোলনের মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ প্রমুখ।

ওর্য়াকিং ফর বেটার নারায়ণগঞ্জ এর সমন্বয়ক ও মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, নারায়ণগঞ্জ একটি জনবহুল ও বাণিজ্যিক এলাকা।