গাজীপুরের টঙ্গী টিএন্ডটি বাজার জামে মসজিদের খতিব মুফতি মোহাম্মদ মোহেববুল্লাহ মিয়াজিকে অপহরণের ঘটনায় দায়ের করা মামলার তদন্তে নাটকীয় মোড় এসেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৪-এর বিচারক জুবায়ের রশিদ এর আদালতে তাকে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় জবানবন্দী দেন এবং স্বীকার করেন, তিনি স্বেচ্ছায় পঞ্চগড়ে গিয়েছিলেন।

আদালতে দেওয়া জবানবন্দীতে মুফতি মোহেববুল্লাহ বলেন, তিনি কোনো ব্যক্তির দ্বারা অপহৃত হননি, বরং শারীরিক ও মানসিক কিছু জটিলতা এবং ব্যক্তিগত কারণে নিজেই গাজীপুর ছেড়ে গিয়েছিলেন। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতা ও মানসিক চাপের মধ্যে ছিলেন, যা তাকে একপ্রকার অচেতন সিদ্ধান্ত নিতে প্ররোচিত করে।

বিচারক তার বক্তব্য শোনার পর পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দেন এবং পরবর্তীতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ তাকে তার পরিবারের জিম্মায় বুঝিয়ে দেন।