মদন (নেত্রকোনা) সংবাদদাতা : শীত শুরু হওয়ার সাথে সাথেই অতিথি পাখির কোলাহলে মুখর হয় নেত্রকোনার হাওড়াঞ্চল। শীতের আগাম বার্তা নিয়ে আসা অতিথি পাখিগুলোর নিরাপদ আশ্রয়স্থল হয় হাওড়াঞ্চলের মুক্ত জলাশয়। কিন্তু সেই সময় এক শ্রেনির অসাধু লোক মেতে উঠে অতিথি পাখি শিকারে। গত কয়েকদিন ধরে অতিথি পাখি শিকার করে নেত্রকোনার মদন উপজেলার বিভিন্ন বাজারে অবাধে বিক্রি হচ্ছিল। খবর পেয়ে পাখি শিকার বন্ধের জন্য অভিযান চালায় মদন উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান।

সম্প্রতি আমজাদ মিয়া (২৪) নামের এক যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫ টি ধূসর রঙের টি-টি ওয়াডা পাখি জব্দ করে এবং সেগুলো অবমুক্ত করা হয়।

এ সময় পাখি শিকারি আজমাদ হোসেনকে বন্য প্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা আইনে ১০ হাজার টাকা অর্থদ- দেওয়া হয়েছে। এর সাথে কখনো পাখি শিকার করবে না মর্মে মুচলেকা রেখে তাকে ছেড়ে দেওয়া হয়।