নেত্রকোনা সংবাদদাতা : নেত্রকোনার বিভিন্ন উপজেলার ৪০ জন ভূমিহীন কৃষক, নি¤œ আয়ের আয়ের পেশাজীবী স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে প্রায় দেড় কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে। বুধবার ইসলামী ব্যাংক পিএলসি নেত্রকোনা শাখার আয়োজনে নেত্রকোনা জেলা প্রেস ক্লাব মিলনায়তনে প্রকাশ্যে প্রান্তিক কৃষক, শিক্ষার্থী, ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

১০ টাকা, ৫০টাকা, ১০০ টাকার হিসাবধারী প্রান্তিক/ভূমিহীন কৃষক, নিন্ম আয়ের পেশাজীবী স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গঠিত পুনঃঅর্থায়নে স্কিমের আওতায় লিড ব্যাংক পদ্ধতিতে নেত্রকোনা জেলায় প্রান্তিক গ্রাহকদের মাঝে প্রকাশ্যে বিনিয়োগ এ ঋণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ফইনান্সিয়াল ইনক্লুশন বিভাগের অতিরিক্ত পরিচালক সোহেলী আফরীন।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি রিটেইল ইনভেস্টমেন্ট উইং প্রধান সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবু ছাঈদ মুহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে ও ইসলামী ব্যাংকের জুনিয়র অফিসার মো. সোহরাব হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাক প্রধান কার্যালয়ের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের উপ পরিচালক মুহাম্মদ ওবায়দুর রশীদ, ধন্যবাদ বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ময়মনসিংহ জোনের প্রধান এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবদুল কাদের সরদার।