“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্য সামনে রেখে কুমিল্লার চান্দিনায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে র‌্যালি, অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজেন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরে একটি র‌্যালি বের করে উপজেলা গেইটের সামনের সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপলে নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন এর সভাপত্বিতে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া বিষয়ে আলোচনা সভা হয়।

বোদা (পঞ্চগড়) : দুর্যোগ পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঞ্চগড়ের বোদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এটি অনুষ্ঠিত হয়। এসময় ইউএনও শাহরিয়ার নজির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডলসহ ফায়ার সার্ভিস ও আনসার ভিডিপির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।