কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জের কটিয়াদীতে ঐতিহ্যবাহী ফেকামারা কামিল মাদরাসা অ্যালামনাই এসোসিয়েশন’র প্রতিষ্ঠা উপলক্ষে প্রথম মিলন মেলা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে মাদরাসা প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত মিলন মেলা ও উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি করেন অধ্যাপক রফিকুল ইসলাম খালেদ, সভাপতি গভর্নিং বডি ও প্রাক্তন শিক্ষার্থী অত্র মাদরাসা।
অনুষ্ঠানের উদ্বোধন করেন মাওলানা রফিকুল ইসলাম সাবেক অধ্যক্ষ ও শিক্ষার্থী অত্র মাদরাসা, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুল হামিদ, অধ্যক্ষ সরকারি মহিলা কলেজ কিশোরগঞ্জ ও সাবেক শিক্ষার্থী অত্র মাদরাসা। বিশেষ অতিথি ছিলেন মাওলানা আবুল কাশেম বিপ্লব, অধ্যক্ষ অত্র মাদরাসা। এ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক আনিছুজ্জামান এবং সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন প্রধান আলোচক মোহাম্মদ আতিকুল ইসলাম, সহকারী অধ্যাপক ঘোড়াশাল মুসা বিন হাকিম ডিগ্রী কলেজ, কামাল উদ্দিন খান, উপাধ্যক্ষ ফেকামারা কামিল মাদরাসা, ডঃ মুহাম্মদ আবুল কাশেম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, টোক ডিগ্রী কলেজ, হাবিবুল হক, সাবেক প্রধান শিক্ষক কটিয়াদী পাইলট উচ্চ বিদ্যালয় ও সাবেক শিক্ষক ফেকামারা মাদরাসা, সাংবাদিক সাইফুল ইসলাম, সভাপতি কটিয়াদী মডেল প্রেসক্লাব। আনোয়ার উদ্দিন, মো. আমিনুল ইসলাম, হাজী মোহাম্মদ আলীসহ শতাধিক প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।