DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

গ্রাম-গঞ্জ-শহর

পটুয়াখালীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পুরস্কার বিতরণ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা লিখন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

জেলা সংবাদদাতা
Printed Edition
Default Image - DS

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা লিখন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

এসময় প্রতিযোগিতায় ৬ গ্রুপ হতে বিজয়ী ৩০ জনের হাতে ল্যাপটপ, ট্যাব, নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তোফাজ্জেল হোসাইন ও মিরাজ ইমতিয়াজ, জেলা নারী ও নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর এডভোকেট রুহুল আমিন, পটুয়াখালী সরকারি জুবলী স্কুলের শিক্ষক শাহ আলম, ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আবুল বাশার, ডিজাইন আইডিয়াস অ্যান্ড টেকনলোজি লিমিটেডের এমডি ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ও ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জেলা সেক্রেটারি সাইদুর রহমান খান পাবেল।

এর আগে গত ২১ শে ফেব্রুয়ারী বিকালে জেলা পরিষদ শিশু পার্কে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে চিত্রাঙ্কন ও রচনা লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৬ টি ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন ১৬০ জন শিক্ষার্থী। এরমধ্যে প্রতি ক্যাটাগরি থেকে প্রথম ৫ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। সব মিলিয়ে ৩০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের বিশেষ পুরস্কার হিসেবে ক্রেস্ট দেয়া হয়।