বাংলাদেশ কৃষিপ্রধান দেশ, আর দেশের অর্থনৈতিক শক্তির মূল ভিত্তি গড়ে উঠেছে কৃষির উপর-এই বার্তা সামনে রেখে গাজীপুরের বাহাদুরসাদী ইউনিয়ন জামায়াত মঙ্গলবার (১৮ নভেম্বর) খলাপাড়া ঐতিহাসিক ঈদগাহ মাঠে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
বাহাদুরসাদী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, গাজীপুর মহানগর নায়েবে আমীর মো. খায়রুল হাসান। তিনি প্রত্যেক কৃষকের হাতে সরাসরি উপকরণ তুলে দিয়ে বলেন, এই দেশের মাটি সোনার চেয়ে ও খাটি। পর্যাপ্ত টেকনিক্যাল সাপোর্ট, সার, বীজ ও সেচের সুবিধা থাকলে আমাদের কৃষকরা শুধু নিজেদের জীবিকা নয়, পুরো দেশের গ্রামীণ অর্থনীতি গড়ে তুলতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্য কৃষিখাতকে আধুনিকায়ন করে কৃষককে শক্তিশালী করা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর আফতাব উদ্দিন, অর্থ সম্পাদক মাহমুদউল্লাহ প্রমুখ। কৃষি উপকরণ বিতরণ কর্মসূচিতে প্রায় পাঁচ শতাধিক কৃষক অংশগ্রহণ করেন। উপস্থিত কৃষকরা জানান, এই উদ্যোগ তাদের জন্য অত্যন্ত সহায়ক এবং ভবিষ্যতে আধুনিক কৃষি প্রয়োগের সুযোগ তৈরি করবে।
ইতোমধ্যে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এই ধরনের কার্যক্রম গ্রামীণ জনপদে অর্থনৈতিক স্থিতিশীলতা ও কৃষি সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচন করবে।