গাজীপুরে হৃদয়বিদারক এক ঘটনায় দুই শিশুসন্তানকে সঙ্গে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন এক মা। সোমবার সকাল আনুমানিক ১১টার দিকে গাজীপুর মহানগরীর ৪১নং ওয়ার্ডের নয়নী পাড়া এলাকার রেল ক্রসিংয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই নিভে যায় তিনটি প্রাণ, শোকস্তব্ধ হয়ে পড়ে পুরো এলাকা।
নিহত ওই নারীর নাম হাফেজা খাতুন মালা (২৫)। তিনি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ নতুন সোমবাজার এলাকার বাসিন্দা মোজাম্মেল হকের মেয়ে। তার সঙ্গে থাকা দুই শিশু তারই সন্তান বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা, তবে তাৎক্ষণিকভাবে শিশু দুটির নাম ও বয়স জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে পূবাইল রেল ক্রসিংয়ের পূর্ব পাশে নোয়ানী পাড়া ফটপাড় এলাকায় রেললাইনের ওপর মালা বেগম তার দুই সন্তানকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ একটি চলন্ত ট্রেন আসতে দেখেই তিনি সন্তানদের নিয়ে লাইনের ওপর ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই মা ও দুই শিশুর দেহ খণ্ডবিখণ্ড হয়ে যায়। ভয়াবহ দৃশ্য দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও শোকের ছায়া নেমে আসে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনটি লাশ উদ্ধার করে। এ ঘটনায় সাময়িক সময়ের জন্য ওই রেলপথে ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটে।
পূবাইল থানার ওসি আতিকুল ইসলাম জানান, এক মা তার দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে। কেন এমন চরম সিদ্ধান্ত নিতে হলো এক মাকে, তা নিয়েনানা প্রশ্ন ও কষ্ট ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মনে।