নাটোর সংবাদদাতা : নাটোরে যাত্রীবাহী বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ সাগর (৩৫) সহ দুইজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ জন। সম্প্রতি নাটোর-রাজশাহী মহাসড়কের বনবেলঘড়িয়া পশ্চিম বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ঢাকা মিরপুর এলাকার বাসিন্দা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ সাগর (৩৫) ও তার আতœীয় রাজধানীর মিরপুর এলাকার বাসিন্দা মোঃ শহিদুল ইসলাম (৪৫) এবং অপরজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি (৪০) ও সিএনএজি চালক সদর উপজেলার হারিগাছা গ্রামের মোঃ বাবু (৪০)।

হাইওয়ে ঝলমলিয়া পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ আবুল কালাম এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার বিকেলে একটি সিএনজি রাজশাহী থেকে নাটোরে আসছিলেন। অপরদিকে সিরাজগঞ্জ থেকে রাজশাহী গামী রাব্বি পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমরে-মুচরে যায়। এসময় সিএনজিতে থাকা মিরপুর এলাকার বাসিন্দা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ সাগর যাত্রী ঘটনাস্থলেই মারা যান এবং অপর তিনজন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে সিএনজি চালক বাবুর মৃত্যু হয়। আহত ২ জনের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত যাত্রী নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে পরে তাকেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।